1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

ব্রণের সমস্যায় যেসব জিনিস ব্যবহার করবেন না

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৯৩ Time View

লাইফস্টাইল ডেস্ক :
যারা ব্রণের সমস্যায় ভোগেন, তারা এটি নিয়ে প্রায়ই বিব্রত। পাশাপাশি এ সমস্যাটি সৌন্দর্যহানিকরও। ব্রণের সমস্যায় অনেকেই ঘরোয়া পদ্ধতির ওপর ভরসা রাখেন। তবে এই ঘরোয়া পদ্ধতির মধ্যে কিছু উপাদান আপনি কখনও ব্রণের সমস্যায় ব্যবহার করতে পারবেন না।

বিউটিশিয়ানরা যদিও অনেক সময় এই উপাদানগুলোকে ত্বকে ব্যবহার করতে বলেন, তবে আদতে তা ব্যবহার করা ভালোর চেয়ে খারাপ পরিণতিই ডেকে আনে।

তাই আসুন আজকের আয়োজনে জেনে নিই ব্রণ বা ত্বকের সমস্যায় কোন উপাদানগুলোকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন।

লেবু:  ফেসপ্যাক তৈরিতে লেবুর রস অনেক কাজে এলেও ব্রণের সমস্যায় একে মোটেও কাজে লাগানো যাবে না। কেননা ব্রণের ত্বকে কোষ বা টিস্যুগুলো বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এই অবস্থায় লেবুর রস প্রয়োগে ত্বক পুড়ে যাওয়া কিংবা জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনাই বেশি।

টুথপেস্ট: অনেকেই রূপচর্চায় টুথপেস্ট ব্যবহার করে থাকেন। ঝটপট সমাধান পেতে টুথপেস্ট কাজে আসলেও ত্বকে ব্রণ থাকলে তা কালো দাগের সৃষ্টি করে।

ভিটামিন ক্যাপসুল: রূপচর্চায় এখন বেশ জনপ্রিয় ভিটামিন সি, ভিটামি ই অথবা ভিটামিন এ ব্যবহার করা। এইসব ভিটামিন ক্যাপসুল ত্বকের পুষ্টি জোগাতে কার্যকরী হলেও তরলের পরিমাণে হেরফের হলে তা ত্বকের মারাত্মক ক্ষতি করে। ব্রণ থাকলে এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে

তাই চেষ্টা করুন ব্রণের সমস্যায় এসব উপাদান ব্যবহার না করতে। বরং কোনো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইলে পরিবর্তন আনুন। পাশাপাশি ত্বক পরিচর্যায় সরাসরি কোনো উপাদান ব্যবহার না করে চেষ্টা করুন ভিটামিন সমৃদ্ধ প্রসাধনী ব্যভহার করতে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech