বলিউডে শুধু স্টার রয়েছে, দক্ষিণেই আসল সিনেমা তৈরি হয়’

বিনোদন ডেস্ক : 
বক্স অফিসের হিসাব বলছে এই বছরের সবচেয়ে সফল ছবি অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর এই ছবির সাফল্যে এখনো মজে আছেন অভিনেতা। তবে সম্প্রতি বলিউডের কোনো ছবিই তেমন ব্যবসা করতে পারছে না। অপরদিকে দক্ষিণ ভারতীয় ছবিগুলো একই সময়ের মধ্যে ব্লকবাস্টার হিট হচ্ছে। বলিউডের এই চলতি পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অনুপম খের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ফ্লপ দশা নিয়ে বলতে গিয়ে অনপুম সোজা জানান, বলিউডের মূল সমস্যাটাই হলো বলিউড এখন আগে থেকেই ঠিক করে ফেলছে যে তারা ভালো ছবি বানাচ্ছে। আর তারপর দর্শকদের পছন্দ না হলে, পুরো দোষ দর্শকের।

অনুপমের কথায়, দক্ষিণী ছবিতে এরকম হয় না। দক্ষিণী ইন্ডাস্ট্রি সবাইকে সঙ্গে নিয়ে চলে। ছবি তৈরির আগে ঠিকঠাক রিসার্চ করা হয়। বলিউডে তা হয় না।

এখানেই থেমে থাকেননি অনুপম। অভিনেতা স্পষ্ট জানালেন, বলিউড সব সময়ই স্টার তৈরির করার পেছনে ছুটছে। আর অন্যদিকে, দক্ষিণী সিনেমা নতুন নতুন গল্প তৈরি করছে।

অনুপম এই সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়েছেন করণ জোহরের বিরুদ্ধেও। তার কথায়, দ্য কাশ্মীর ফাইলস ছবির সাফল্যের পর থেকে করণ তার কোনো ছবিতেই আমাকে সুযোগ দিচ্ছে না। যা কিনা আমাকে হতবাক করেছে।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *