দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ওঠানামা করছে। গত কয়েকদিন এই সংখ্যা বেশ ওঠানামা করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১৩১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ৬৮ জন। অর্থাৎ, এক দিনের ব্যবধানে নতুন রোগী বেড়েছে ৬৩ জন। তবে, এ সময়ে নতুন কারও মৃত্যু হয়নি।
এর আগের দিন গত বৃহস্পতিবার নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৮০ জন। শুক্রবার তা ১১২ জন কমে ৬৮-তে দাঁড়ায়। তার আগের দিন গত বুধবার নতুন রোগী ছিল ১৬৫ জন।
আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ১৩১ জন রোগীর মধ্যে ১০৯ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৫৮৬ জনের মধ্যে ৪৮৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আর ঢাকার বাইরে রয়েছে সর্বমোট ১০১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩১৬ জন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৩৯৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৯১৭ জন।
এ ছাড়া, সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে চার হাজার ৭১১ জন। তাদের মধ্যে ঢাকায় সুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৯০৫ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৮০৬ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply