কোভিড-১৯ টিকা প্রস্তুতের সময় আগের এমআরএনএ প্রযুক্তির ব্যবহারে স্বত্ব ভঙ্গের অভিযোগ এনে ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে শুক্রবার মামলা করেছে মডার্না। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিশ্বের প্রথম কোভিড-১৯ টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেকের যেটি জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছিল, তাতে মহামারি করোনারও বহু আগে উদ্ভাবিত মডার্নার এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফাইজার মার্কিন যুক্তরাষ্ট্রের আর তাদের অংশীদার কোম্পানি বায়োএনটেক জার্মানির হওয়ায় দুই দেশেই মামলা করেছে মডার্না।
ফাইজার কর্তৃপক্ষ বলছে, এ মামলার ঘটনায় তারা ‘অবাক’ হয়েছেন। অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করবে বলেও জানিয়েছে কোম্পানিটি।
এক বিবৃতিতে মডার্না বলেছে, ফাইজার-বায়োএনটেক তাদের দুই ধরনের মেধাস্বত্ব সম্পদ নকল করেছে। একটি হচ্ছে, এমআরএনএর গঠন সংশ্লিষ্ট, মডার্নার দাবি, ২০১০ সালে তাদের বিজ্ঞানীরা এটি নিয়ে কাজ শুরু করে এবং ২০১৫ সালে প্রথম তারাই মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পায়। দ্বিতীয়টি হচ্ছে, ভাইরাসের বহিরাংশে স্পাইক প্রোটিনের কোড সংক্রান্ত।
মামলার কারণে শুক্রবার শেয়ারবাজারে তিন কোম্পানিরই দরপতন ঘটেছে। ফাইজারের প্রায় এক শতাংশ, বায়োএনটেকের প্রায় দেড় শতাংশ এবং মডার্নার এক দশমিক সাত শতাংশ দরপতন হয়েছে।
তবে, মডার্না বলেছে—মামলার উদ্দেশ এই নয় যে মানুষজন ফাইজার-বায়োএনটেকের টিকা নিতে পারবে না। মামলায় জরিমানার কথা বলা হলেও নির্দিষ্ট পরিমাণ বলা হয়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply