আগামীকাল শনিবার মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। পরদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা।
অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আসন্ন এশিয়া কাপে পাকিস্তান কিছুটা পিছিয়ে আছে পেসারদের চোটের কারণে। তারপরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা।
এরই মধ্যে আলোচনায় এসেছে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যতা নিয়ে। দুবাইতে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে দুই দলের খেলোয়াড়রা। ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের করমর্দনের দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিওতে দেখা যায় পেসার শাহীন শাহ আফ্রিদি ও কোহলি শুভেচ্ছা বিনিময় করেছেন।
এদিকে পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম চোট পেয়েছেন। তাঁর পিঠে যন্ত্রণা হচ্ছে, এমআরআই স্ক্যান করানো হয়েছে। এতে স্পষ্ট হবে চোট কতটা গুরুতর।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply