স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের মিশনে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরইমধ্যে শুরু হয়েছে সাকিব আল হাসানের দলের অনুশীলন।
সেই সাথে ক্রিকেটাররাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এশিয়া কাপের নতুন জার্সি। সবুজ আর লালের মিশেলে জার্সিটি ডিজাইন করা হয়েছে। বুকে বড় করে লেখা আছে দেশের নাম।
অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী জার্সিটি পছন্দ হয়েছে বলে মত দিয়েছেন। এখন পর্যন্ত তেমন কোন নেতিবাচক কোন আলাপ বা সমালোচনা শুরু হয়নি জার্সিটি ঘিরে।
বাংলাদেশের দুই গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আগামী শনিবার শুরু এশিয়া কাপ। বাংলাদেশের অভিযান শুরু আগামী মঙ্গলবার, শারজাতে আফগানদের বিপক্ষে লড়াই দিয়ে। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর। গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার ফোর পর্বে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply