শাকিবের সঙ্গে বিয়েটা না হলে ভালো হতো: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :
ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে নিয়মিত হয়েছেন সিনেমায়। বাণিজ্যিক ঘরানার সিনেমার পাশাপাশি ভিন্ন ধাঁচের সিনেমায়ও অভিনয় করছেন। নতুন ছবির প্রচারে এখন কলকাতায় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন ছবি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে অকপট এই নায়িকা।

সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনে পর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে। তবে সেই খবর প্রকাশ্যে আসে ২০১৭ সালে। ক্যারিয়ারের কথা ভেবে দীর্ঘ নয় বছর তারা দাম্পত্য জীবন রেখেছিলেন আড়ালে। শেষমেশ সন্তানসহ একটি টেলিভিশন লাইভে এসে তুলে ধরেন বিয়ে ও সন্তান গ্রহণের বিস্ফোরক তথ্য। ওই ঘটনায় শুধু মিডিয়া পাড়া নয়, গোটা দেশে তোলপাড় হয়।

বিতর্ক-সমালোচনার ঝড় থামতে না থামতে শাকিব ও অপুর বিয়েটাও ভেঙে যায়। ২০১৮ সালে তারা বিয়ের বন্ধন ছিন্ন করেন। এদিকে অপু বিশ্বাস জানান, শাকিবের সঙ্গে তার বিয়েটা না হলেই বরং ভালো হতো। বিয়েটাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত বলেই ইঙ্গিত করলেন নায়িকা। নতুন সিনেমার প্রচারে বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানকারই একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটা বলেন অপু।

তার কাছে জানতে চাওয়া হয়, জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অবশ্যই বলব শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, বাচ্চা; সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তাহলে ভালো হতো।’ তবে মা হওয়াকে জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা মনে করেন অপু। তার মতে, ভুল করে হলেও মা হয়ে তিনি দারুণ খুশি।

কলকাতায় প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *