আর মাত্র দুদিন! এর পরেই মাঠে গড়াবে এই অঞ্চলের ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে নিজেদের প্রথম ম্যাচেই অন্যরকম এক সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটিতে খেলতে নামলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হয়ে যাবে সাকিবের। কারণ ম্যাচটি সাকিবের ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি।
এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৩.১০ গড়ে ২ হাজার ১০ রান করেছেন সাকিব। এতে তাঁর নামে রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২১টি উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রান দিয়ে ৫ উইকেট।
বিশ্ব ক্রিকেটের ১৫তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই ফরম্যাটে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার পরে,পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এখন পর্যন্ত ১২৪টি ম্যাচ খেলেছেন এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এরপর বাংলাদেশের মাহমুদউল্লাহ খেলেছেন ১১৯টি টি-টোয়েন্টি। বাংলাদেশের হয়ে তিনিই সর্বোচ্চ খেলেছেন। এ ছাড়া মুশফিকও খেলেছেন ১০০টি। তৃতীয় বাংলাদেশি হিসেবে এবার ১০০ এর মাইলফলকে গেলেন সাকিব আল হাসান।
২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply