বিনোদন ডেস্ক :
টালিউড সুপারস্টার দেব। একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ভক্তদের। ভিন্ন গল্পের সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি।
শুধু অভিনয় না, প্রযোজক হিসেবেও দেব বেশ সফল। এরই মধ্যে তার প্রমাণ পাওয়া গেছে। এবার ‘কাছের মানুষ’ নিয়ে পর্দায় আসছেন দেব। তার সঙ্গে এ সিনেমায় ধামাকা হিসেবে থাকছেন প্রসেনজিৎ।
শোনা যাচ্ছে, ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘কাছের মানুষ’। সে উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। দেব জানালেন সুখবর। ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটির ট্রেলার। নিজের ফেসুবকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এ অভিনেতা।
সিনেমাটি নিয়ে ভিডিও বার্তায় দেব বলেন, আমার খুব কাছের একটি ছবি। ছবিটা ভালো লাগবেই, তার আগে ট্রেলারটাও আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে এতোদিন গল্প বলে আসছি, তা থেকে সবচেয়ে আলাদা হবে কাছের মানুষ। আমার মনে হয়, কোথাও যেন ভালো লাগবে, কোথাও যেন ইন্সপায়ার করবে।
দেব ও প্রসেনজিতের পাশাপাশি এ ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা। প্রথমবার দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন ইশা। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’ এবং ‘কে তুমি নন্দিনী’র মতো মুভি পরিচালনা করেছেন টলিপাড়ার অন্যতম পরিচালক পথিকৃৎ বসু। গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয় ‘কাছের মানুষ’ সিনেমাটির শুটিং।
এর আগে প্রকাশ হয়েছিল সিনেমার ফার্স্টলুক। তাতে নজর কেড়েছেন নেটিজেনদের। ‘কাছের মানুষ’ পরিচালনা করেছেন পথিকৃৎ বসু
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply