বিনোদন ডেস্ক :
চরিত্রের প্রয়োজনে বিভিন্ন সময় ভিন্ন চরিত্র ধারণ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার তাকে দেখা গেল নারী চরিত্রে! অবাক হলেও সত্যি।
‘হাড্ডি’ সিনেমায় নারীরূপে ধরা দেবেন নওয়াজউদ্দিন। ছবির পোস্টার এরই মধ্যে ছড়িয়ে গেছে সামাজিকযোগাযোগ মাধ্যমে। সেখানেই চোখ আটকে যায় নেটিজেনদের।
‘হাড্ডি’ সিনেমার পোস্টারে দেখা গেছে, রুপালি পোশাকে রাজকীয় চেয়ারে বসে আছেন। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার। প্রথম দেখায় মনে হবে কোনো এক নারী। কিন্তু না, তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী!
‘হাড্ডি’ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। জি স্টুডিওজের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই
নতুন লুক প্রসঙ্গে নওয়াজউদ্দিন এক বিবৃতিতে বলেন, আমি অনেক মজার ও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কিন্তু ‘হাড্ডি’ সম্পূর্ণ ভিন্ন রকম ও বিশেষ একটি চরিত্র হতে যাচ্ছে। এ চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারব। সিনেমার শুটিং শুরুর অপেক্ষায় আছি।
ভারতের উত্তর প্রদেশ এবং নইদা, গাজিয়াবাদে সিনেমাটির দৃশ্যায়ন হওয়ার কথা আছে। আসছে বছর মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন নির্মাতা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply