বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমা দিয়ে ২০২৩ সালে চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে এ সিনেমা। জুনে মুক্তি পাবে অ্যাটলি কুমারের ‘জওয়ান’ এবং ডিসেম্বরে মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডানকি’।
গেল জুলাইয়ে শাহরুখ খান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও যুক্তরাজ্যের লন্ডনে শুটিং করেন। এবার আরেকটি আন্তর্জাতিক শিডিউল ঠিক করা হয়েছে।
বিভিন্ন খবরে প্রকাশ, খুব শিগগিরই পরবর্তী শিডিউলের শুটিং শুরুর জন্য দুবাইয়ে যাবেন কিং খান। আরেকটি আন্তর্জাতিক শিডিউলের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন নির্মাতারা।
বিশেষ প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, এরপর শাহরুখের এ সিনেমার শুট হবে মুম্বাই ও পাঞ্জাবে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, অভিজাত যোশি ও কণিকা ধীলন। সিনেমাটির সহপ্রযোজনা সংস্থা জিও স্টুডিয়োস ও রাজকুমার হিরানি ফিল্মস। ২০২৩ সালের ২২ ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply