অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার নয় বছরের বিরতির অবসান ঘটিয়ে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলবেন। ক্রিকবাজের খবরে জানা গেছে, তিনি সিডনি থান্ডারের সাথে দুই বছরের চুক্তি করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের পর থান্ডারের হয়ে পাঁচটি ম্যাচ খেলবেন আশা করা হচ্ছে। এরপর টেস্ট দলের হয়ে ভারতে রওনা হবেন। ভারতে তারা চারটি টেস্ট খেলবেন।
৩৫ বছর বয়সী ওয়ার্নার শেষবার ২০১৩ সালের ডিসেম্বরে বিবিএলে খেলেছিলেন। যদিও আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বলে শোনা গিয়েছিল।
এদিকে ওয়ার্নার সাবেক ক্লাবে ফিরে যাওয়ার সিদ্ধান্তের জন্য মেয়েদের কৃতিত্ব দেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে তিনি বলেন, ‘মেয়েরা আমাকে বলেছে, তারা আমাকে ঘরের মাঠে এবং বিবিএলে খেলতে দেখতে পছন্দ করবে। বিবিএলের অংশ হওয়া দারুণ হবে। সত্যিই তাদের সাথে শেয়ার করার জন্য উন্মুখ হয়ে আছি।’
অস্ট্রেলীয় এই ব্যাটার আরও বলেন, ‘আমি খেলাটির প্রতি যত্নশীল। আমি সচেতন ও পেশাদার ক্রিকেটার হিসাবে মনে করি এই বিবিএলের মধ্যমে ভালো কিছু হবে।’
ওয়ার্নার ফিরে যাওয়ার আগে ট্র্যাভিস হেড এবং মারনাস লাবুশেন যথাক্রমে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং ব্রিসবেন হিটের সাথে চুক্তি করেছিলেন। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক অবশ্য খেলবেন না আন্তর্জাতিক সূচির কারণে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply