বিনোদন ডেস্ক :
মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শনিবার সকালেই অভিনেত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে রাজপুত্র।
সোনম-আনন্দ দম্পতির এই আনন্দের খবর প্রকাশ করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর।
এক বার্তায় তারকা দম্পতি জানিয়েছেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু, তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল–সোনম ও আনন্দ।’
গত মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পাঞ্জাবি রীতি মেনে মুম্বাইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply