লাইফস্টাইল ডেস্ক :
নানা কারণে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বেড়েছে চুলের প্রতি আমাদের অবহেলাও। স্টাইল আর ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে চুল রঙিন করা থেকে শুরু করে স্ট্রেইনারের অতি ব্যবহার চুলকে করে তুলছে রুক্শ আর নির্জীব। এমন পরিস্থিতিতে চুলের যত্নে হেয়ার মাস্কের সত্যি বিকল্প কিছু নেই।
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক মাথার স্কাল্পের যেমন যত্ন নেয় তেমনি চুলের বাইরে একটি শক্তিশালী আবরণ গড়ে তোলে।
এই আবরণ চুলকে সুরক্ষিত করে তোলে। যার কারণে আপনি হবেন রেশমী ও ঘন চুলের অধিকারী। নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে।
যাদের চুল কোঁকড়ানো তাদের চুলের যত্নে অবশ্যই হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে বলে মনে করেন ডার্মাটোলজিস্টরা।
শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করার আগে হেয়ার মাস্ক ব্যবহার করা সবচেয়ে বেশি কাজে আসে। যেকোনো হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক মাথায় ৩০ মিনিট রেখে ভালো করে চুল ধুয়ে নিলেই চুলের সুস্বাস্থ্য আর ঔজ্জ্বল্যতা লক্ষ্য করতে পারবেন আপনি।
তবে কেমিক্যালযুক্ত হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক কখনই ব্যবহার করবেন না। এতে আপনার চুলের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে।
ভালো ফলাফল পেতে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক তেলের সাহায্যে মাথার তালুতে ম্যাসাজ করতে। এরপর চুলের ধরন অনুযায়ী বেছে নিন পাকা কলা, ডিম, মধু, মেহেদি, আমলকি, জবা ফুল ইত্যাদির হেয়ার মাস্ক।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply