1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

ফিটনেস বাড়াতে বিয়ের আগে অবশ্যই যা করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৯৫ Time View

লাইফস্টাইল ডেস্ক :
বর্ষাকাল শেষে প্রকৃতিতে এসেছে শরতের শিউলি ফোটা দিন। নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর জমিনে ফুলের সৌরভ প্রকৃতিতে জানান দিচ্ছে শরৎ। এ শরতের সাদা মেঘে শিহরণ জাগে প্রেমিক মনে। এই মন চনমনে আবহাওয়ায় চারদিকে বাজে সানাইয়ের সুরও। কারণ বর্ষাকাল শেষ হওয়ার পর বিয়ের ধুম পড়ে যায়।

বিয়েতে সাজগোজ করে গিয়ে জমিয়ে ভোজ কার না ভালো লাগে! আবার এ বিয়ের মধ্যে দিয়েই চরম পরিবর্তন আসে বর আর কনে দুজনেরই জীবনে। তাই বিয়ের আগে কিছু শারীরিক আর মানসিক প্রস্তুতি দরকার। ভাবছেন, নতুন জীবনের সূচনায় নিজেকে ভালো রাখবেন কীভাবে! রইল কিছু টিপস।

ভালো থাকুন ভিতর থেকে: বিয়ের অন্তত একমাস আগে থেকে ব্যালান্সড ডায়েট মেইনটেন করা খুব জরুরি। আমরা পার্লারে ছুটি বারবার, কিন্তু ভুলে যাই বাইরে থেকে সুন্দর তখনই হওয়া যায়, যখন শরীরের ভিতর থেকে ভালো থাকা যায়।

প্রতিদিনের ডায়েটে অবশ্যই যা রাখবেন:

. গাজর: এতে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন যা শরীর থেকে ফ্রি রডিক্যাল সরিয়ে রিঙ্কল দূর করে ও স্কিনকে সতেজ রাখে।

. আমলা লেবু জাতীয় ফল: ভিটামিন সি সমৃদ্ধ এ ফলগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে ও কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে।

. বিট: অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই সবজি শরীর থেকে টক্সিন দূর করে, ত্বক ও চুলকেও সজীব রাখে।

. সবুজ শাকপাতা: সবুজ রঙের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে যেমন চোখের আরাম হয়, তেমনই অভ্যন্তরীণ ক্ষেত্রেও এটি খুব উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে, ফলে ত্বকের নানা সমস্যাও দূর হয়। আবার ফাইবার পেট ভার রেখে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এতে উপস্থিত থাকে কিছু পরিমাণ সালফারও, যা ত্বকের সমস্যা রোধ করে।

. বেরিভিটামিন সি ও জিঙ্কের উপস্থিতি যেকোনো বেরি জাতীয় ফলকে করে তোলে সুপার ফুড। এ ছাড়াও এতে থাকে ‘বি’ কমপ্লেক্স ও ভিটামিন ‘সি’, যা ত্বকের ছোট ছোট ক্যাপিলারজগুলোকে শক্তি যোগায়, ফলে ত্বক টান টান থাকে।

.কলাপ্রচুর ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ভিটামিন-‘এ’ সমৃদ্ধ এ ফল স্ক্যাল্পে সেবাম প্রোডাকশন বাড়ায় ফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

. পেয়ারা:  এই ফলে ভিটামিন ‘সি’, ‘এ’ এবং পেকটিনের উপস্থিতি পরিপাকতন্ত্রকে ভালো রাখে। এ ছাড়া চুলের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

. স্প্রাউটস অঙ্কুরিত ছোলা বা মুগ আরেকটি সুপারফুড। রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন নিয়ন্ত্রণ করে, ভিটামিন ‘সি’ ও সিস্টিন নামক অ্যামাইনো এসিড যা কেরাটিন তৈরিতে সাহায্য করে ও চুলের ভলিউম বাড়ায়। উপস্থিত ফোলেট চুলের ডগা ফেটে যাওয়া থেকে রক্ষা করে।

. মাছকথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা খুব তাড়াতাড়ি শোষিত হয়ে মস্তিষ্কের কোষগুলোকে উদ্দীপিত করে ফলে দেহের সাথে মনও ভালো থাকে।

১০. টক দইউপস্থিত প্রো বায়োটিক ব্যাকটেরিয়া গাট হেলথ কে ভালো রাখে, ফলে পাচনতন্ত্র সর্বোপরি ভালো থাকে।

১১. সিডস: সিয়া সিড, পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড ইত্যাদিতে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, জিঙ্ক, প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফলে ডায়েটে তো রাখতেই হবে।

এই ১১টি সুপার ফুড যেমন ডায়েটে রাখতে হবে, এর সাথে সাথেই খুব সহজ কয়েকটা গাইডলাইনও মেনে চলা কিন্তু জরুরি-

১. প্রতিদিন আধ ঘণ্টা ব্যায়াম ও মেডিটেশন কিন্তু মাস্ট।

২. মিনিমাম ৩ লিটার পানি সারাদিনে থাকবেই।

৩. পরপর আইবুড়োভাত খাওয়ার সময় নজর রাখুন ওজনের দিকেও, একবেলা ভারী খাওয়া হলে অন্যবেলায় চিকেন বা ভেজি স্যুপ চলতে পারে।

৪. পর্যাপ্ত সাত থেকে আট ঘণ্টা ঘুম কিন্তু খুব জরুরি।

৫. ভালো গান শুনুন। অযথা চিন্তা ছেড়ে দিন কারণ এই সময় মন ভালো রাখা কিন্তু সবার আগে।
তাহলে আর চিন্তা কীসের? আপনার বিয়ের আগের দিনগুলো থাকুক নিয়ন্ত্রিত, আর বিয়ের দিন ঝলমল করে উঠুন যাতে আপনার দিক থেকে চোখই না সরে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech