প্রথম দিন প্রথম শো দেখবেন শাহরুখ ভক্তরা

বিনোদন ডেস্ক :
বিগ বাজেট, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, সেই সঙ্গে সুপারস্টার। তারপরও বলিউড সিনেমা বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারছে না। এর মধ্যে নেটিজেনদের একাংশ বেশ কিছু সিনেমা বয়কট করেছে। এবার বয়কটের তালিকায় যুক্ত করলেন বলিউড বাদশা শাহরুখের সিনেমার নাম।

বর্তমানে কিছু একটা হলেই সোশ্যাল মিডিয়ায় বেশ হাঁকডাক শোনা যায়। কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বলিউড সিনেমাকে কেন্দ্র করে বয়কটের ডাক উঠেছে।

বলিউডের পারফেকশনিস্ট আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির আগে থেকেই নেগেটিভ ইফেক্ট ফেলে দিয়েছে নেটিজেনরা। শুধু আমিরের সিনেমা নয়, বলিউডের খিলাড়ি অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ সিনেমার ক্ষেত্রেও একই হাল করেছিল।

সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় এমন হাঁকডাকের জন্যই নাকি এমন বেহাল অবস্থা বক্স অফিসে আমিরের সিনেমার। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে শাহরুখের সিনেমার কী একই হাল হবে?
শাহরুখের সিনেমাকে বয়কটের জন্য নেটিজেনরা এক পুরোনো ভিডিও ক্লিপ সামনে তুলে ধরেছেন। যেখানে শাহরুখ মন্তব্য করেছিলেন ভারতের অসহিষ্ণু পরিবেশ নিয়ে। সেই সাক্ষাৎকারের ভিডিওই ভাইরাল করে ‘পাঠান’ সিনেমা বয়কটের ডাক তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে বলিউড কিং খানের সিনেমা বয়কটের ডাক উঠলেও অভয় দিয়েছেন ভক্তরা । তাদের দাবি, যেকোনো মূল্যে পাশে থাকবেন শাহরুখের। এরই মধ্যে চালু করেছে নতুন ট্রেন্ড। যেখানে দেখা গেছে তাদের লিখতে: ‘প্রথম দিন, প্রথম শো দেখুন’। খবর ইন্ডিয়া টুডে।

যা দেখে বোঝা যাচ্ছে বয়কটের বিপরীতে চ্যালেঞ্জ ছুড়েছেন শাহরুখ ভক্তরা। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। জানা যায়, সিনেমাটি ২০২৩ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *