আবহাওয়া ডেস্ক :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে কক্সবাজারসহ দেশের সব উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে সমুদ্রের উত্তাল ঢেউয়ে নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও দুজন।
জানা গেছে, হাতিয়ায় ট্রলার ডুবে গেলে ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ১৬ জনের মতো জেলে ছিলেন বলে জানান বেঁচে ফেরারা। যদিও মৃতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
অন্যদিকে, ঝড়ো হাওয়ার কবলে পড়ে সেন্টমার্টিন দ্বীপে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সেখানে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে।
কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, বৈরী আবহাওযার কারণে সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় টেকনাফের সঙ্গে সেইন্টমার্টিনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে, ভোর থেকে দুবলার চর এলাকাসহ সাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তাই গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা দুবলার চরে আশ্রয় নিয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply