বিনোদন ডেস্ক :
দীর্ঘ নয় মাস পর আজ দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন।
ফিরেই ঢালিউডের শীর্ষ এ নায়ক বললেন, ‘দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে এলাম। তবে এই নয় মাস দেশের মানুষের আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁদের ভালোবাসা অনেক মিস করেছি।’
শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালোবেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এত দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পরপর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’
ঢাকায় ফেরার পর কোন কাজগুলোতে নজর দেবেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করব, তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সব সময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ব বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’
গুঞ্জন রয়েছে, মাত্র মাস তিনেকের জন্য দেশে ফিরেছেন শাকিব খান। নভেম্বরে আবার পাড়ি দেবেন যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘এটা তো আমার দেশ। আমি তো এখানেই থাকব। আমি কোথায় যাব?’
আজ বুধবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহন করা বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। গণমাধ্যমকর্মী ও শত শত ভক্তের উপস্থিতিতে মুগ্ধ হন এই নায়ক।
বেলা দেড়টার দিকে বিমানবন্দর থেকে শাকিব খানকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণের প্রস্তুতি নেন প্রায় ৩০০ ভক্ত। শাকিবকে স্বাগত জানাতে নায়কের অফিশিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়ে সেখান অপেক্ষা করেন।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।
গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক স্বপ্ন পূরণ হয়েছে দেশের এই শীর্ষ নায়কের।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply