বিনোদন ডেস্ক :
সবাইকে অবাক করে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। মা-বাবা হতে চলেছেন তাঁরা।
বেবি বাম্পের ছবি সামাজিক পাতায় শেয়ার দিয়ে এ সুখবর দিয়েছেন বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। সেই ছবিতে স্পষ্ট বিপাশার স্ফীতোদর। চেহারায় মাতৃত্বের আভা। তাঁর সঙ্গে হবু বাবা করণও রয়েছেন। স্ত্রীর ফীতোদরে চুমু দিয়ে অনাগত সন্তানকে স্বাগত জানাচ্ছেন।
দীর্ঘ ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শিগগিরই আমরা দুই থেকে তিন হব।’
বলিউড বাবলের খবর, কয়েক বছর প্রেমের পর ২০১৬ সালের ৩০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন বঙ্গতনয়া বিপাশা বসু। গেল মার্চে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটেছিল। তবে এবার সত্যটা প্রকাশ পেল, প্রথম সন্তানের মা হচ্ছেন তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply