একই বিজ্ঞাপনে ফারুক-আফজাল শরীফ

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও আফজাল শরিফকে নিয়ে প্রথমবারের মতো সরকারি প্রকল্পের বেশকিছু বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা কাজী আওসাফ রেজা। সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে বিজ্ঞাপনগুলো নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে সরকারি প্রকল্পের এসব বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনের বিষয়ে নির্মাতা কাজী আওসাফ রেজা সময় সংবাদকে বলেন, ফারুক ও আফজাল ভাইয়ের মতো দুজন গুণী অভিনেতাকে নিয়ে প্রথমবারের মতো একই প্রকল্পে কাজ করানোর অভিজ্ঞতা বেশ চমৎকার।

আফজাল শরীফ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তবে ফারুক ভাইকে নিয়ে আগেও কাজ করেছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই টিভিতে বিজ্ঞাপনগুলো প্রচার হবে।

তিনি আরও বলেন, খুব ভালো কাজ হয়েছে। ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে কাজ করেছি। সামনে আরও কিছু কাজ আসছে।

বিজ্ঞাপনগুলোতে আফজাল শরিফ এবং ফারুক আহমেদ ছাড়াও দেখা যাবে ফাহমিদা রহমান তৃষা, আশিক আলম, শামীম রেজা, রথি জেসমিন ও জসিম উদ্দিনকে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *