বাপ্পীর ভালো সিনেমা আছে জানা নেই মিশার

বিনোদন ডেস্ক : 
হুট করে আলোচনায় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। আলোচনার কারণ কোন সিনেমা নয়, নায়কের মন্তব্য। সম্প্রতি দেশের শীর্ষ খল অভিনেতা মিশা সওদাগরকে একটি রেডিও শোতে সুবিধাবাদী বলে আখ্যা দিয়েছেন।

বাপ্পী চৌধুরীর ভাষ্য এমন, “যেখানে ট্রেন্ড হয়, সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’–এর ট্রেন্ডে দৌড়াচ্ছেন। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছেন। সুবিধাবাদী ট্রেন্ড আরকি।”

বাপ্পী চৌধুরীর হুট করে এমন মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশা সওদাগরও। এই অভিনেতা বলছেন, ‘ও (বাপ্পী) আমার ছেলের মতো। আমি  সঠিক সময়ে বিয়ে করলে বাপ্পীর মতো ছেলে থাকত আমার…। ছেলে বেয়াদব হতে পারে। তাই বলে তো বাবা বেয়াদব হতে পারে না। আমি দেশ ও দেশের সংস্কৃতিকে ভালোবাসি, এ জন্য যদি সুবিধাবাদী বলা হয়, হোক।

বাপ্পীকে পরামর্শ দিয়ে এই অভিনেতা বলেছেন, ‘কারও সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে বাপ্পির উচিত এখন অভিনয় শেখা। ওর অভিনয়ের যথেষ্ঠ দূর্বলতা আছে। এখনও ওর সময় আছে, বাপ্পি ফুরিয়ে যায়নি…। ক্যারিয়ারে বলার মতো কোনো কাজ নেই ওর । বলার মতো কিছু কাজ করা। পাশাপাশি আচার-আচারণও শেখো।’

বাপ্পীর সঙ্গে কোন বিরোধ আছে কি না বা তাঁর কোনো সিনেমার প্রশংসা করেননি, সে কারণেই কি বাপ্পীর এমন মন্তব্য? এই প্রশ্নে মিশার পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘বাপ্পীর কোনো ভালো ছবি আছে নাকি? আমার তো জানা নাই। আপনারা সাংবাদিকেরা জানলে জানতে পারেন। তা ছাড়া কোনো ছবিতে অভিনয় করে জাতীয় পর্যায়ে বা অন্য কোনো সম্মানীয় পুরস্কার বাপ্পী পেয়েছে, এমন খবর আজও শুনিনি। আমি বাপ্পীর সম্পর্কে আর বলতে চাই না, বললে ওর ক্ষতি হয়ে যাবে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *