করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২২০

হেলথ ডেস্ক : 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, নতুন দুজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৪ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৬ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৮ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ সাত হাজার ১১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৪৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে তিন হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *