বিনোদন ডেস্ক :
ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালেকে চলতি বছরের মে মাসে হত্যার পরপরই বলিউড ভাইজান সালমান খানের নিরাপত্তা বৃদ্ধি করেছে মুম্বাই পুলিশ। দেওয়া হয়েছে নিজের কাছে অস্ত্র রাখার অনুমতিও।
নতুন করে হত্যার হুমকি পাওয়ার পর লাইফস্টাইলে পরিবর্তন এনেছেন বলিউড ভাইজান। চলাচল করছেন বিশেষ নিরাপত্তা নিয়ে। এসব কারণে এবারের ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেননি।
নতুন খবর হচ্ছে, আরও সতর্কতার জন্য এক কোটি ৫০ লাখ রুপির বুলেটপ্রুফ নতুন গাড়ি কিনেছেন সালমান খান। সম্প্রতি বিমানবন্দরে নতুন টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে দেখা গেছে ভাইজানকে।
সিধু মুসেওয়ালেকে হত্যার দায় স্বীকার করা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন।
১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান। সেই ঘটনার প্রতিশোধ নিতেই বলিউড ভাইজানকে খুন করতে চেয়েছিলেন লরেন্স।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply