সেন্সর বোর্ডে রাজ-মিমের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তি পায় রায়াহান রাফি পরিচালিত শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা পরাণ। সিনেমাটি মুক্তির পর বেশ আলোড়ন তুলে সিনে পাড়ায়। এবার এই জুটির নতুন সিনেমা ‘দামাল’ সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে সেন্সর সূত্রে জানা যায়

নতুন এ সিনেমাটি নির্মাণ করেছে রায়হান রাফি। এই সিনেমায়  রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে।
স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে সিনেমাটি। ২০২০ সালে নভেম্বরে সিনেমাটির শুটিং হয়।

জানা গেছে,  ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে শ পাঁচেক শিল্পী কাজ করেন। সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন জানান, মহান মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে আমরা স্পর্শ করেছে স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীন বাংলাদেশের এ পথচলায় দামাল ছবিটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলে তিনি আশা করেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *