প্রিয়াঙ্কা চোপড়াকে সঙ্গী হিসেবে চান বিয়ার গ্রিলস

বিনোদন ডেস্ক :
ভ্রমণ আর রোমাঞ্চ জগতের তারকা বিয়ার গ্রিলস। তার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি দেখেনি, এমন টিভি দর্শক খুঁজে পাওয়া ভার। এ ছাড়া কয়েক দিন আগেই রণবীর ছিল তার সঙ্গী। এবার তিনি নারী তারকাকে নিয়ে অ্যাডভেঞ্চারে যাবেন বলে ঠিক করেছেন। জানা যায়, দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে সঙ্গী করে নিতে চান ‘ম্যান বনাম ওয়াইল্ড’ (MAN VS WILD)-এর গ্রিলস। সম্প্রতি, এমনই ইচ্ছে প্রকাশ করলেন ব্রিটিশ দুঃসাহসিক, লেখক, টেলিভিশন উপস্থাপক ও ব্যবসায়ী বিয়ার গ্রিলস।

এ ছাড়া বিশ্বের নানা জায়গার প্রতিকূল পরিবেশে টিকে থাকা ও ঘুরে বেড়ানোর মাধ্যমে অসামান্য জনপ্রিয়তা লাভ করেছেন বিয়ার গ্রিলস। সময়ের সঙ্গে সঙ্গে তার অনুষ্ঠানে বিভিন্ন তারকাকে নিয়ে আসা শুরু করেন। তারকাদের নিয়ে ছুটে যান গহিন জঙ্গলে, হ্রদে, নদীতে। ভারতের সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিং, ভিকি কৌশল অনেককেই দেখা গেছে বিয়ারের সঙ্গে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি পর্ব করেছেন তিনি।
এদিকে হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে বিয়ার গ্রিলস বলেছেন, তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে একবার অ্যাডভেঞ্চারে চান। পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া শুনলে অবিশ্বাস্য হবে যে, আমি তার স্বামীকে নিয়েও একবার ভ্রমণে গিয়েছিলাম। তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন। তার গল্পও আমার খুব ভালো লেগেছে।’

এ ছাড়াও যেসব ভারতীয় আইকনের সঙ্গে অ্যাডভেঞ্চার করতে চান, তারও একটি দীর্ঘ ইচ্ছার তালিকা প্রকাশ করেছিলেন বিয়ার গ্রিলস। তিনি জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও ওয়াইল্ড সফর করতে চান। এমনকি তিনি জোর দিয়ে বলেছেন, ‘বিরাটের সঙ্গে সাহসিক কাজ করে সত্যই আশ্চর্যজনক হবে।’

সম্প্রতি গ্রিলসকে নেটফ্লিক্সের ইন্টারেক্টিভ শো, রণবীর বনাম ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস-এ বলিউড হার্টথ্রব রণবীর সিং-এর সঙ্গে দেখা গিয়েছিল। আর দেশি সেলিব্রিটিদের সঙ্গে ভারতে কাটানো তার কিছু সময়ের কথা স্মরণ করে গ্রিলস বলেন, ‘ভারতীয় সুপারস্টাররা সবাই দারুণ হৃদয়ের মানুষ।’ তিনি আরও বলেন, ‘জীবনের আসল উদ্দেশ্যই হলো বেঁচে থাকার রসদ খুঁজে নেয়া। মন থেকে ভালো থাকা এবং নিত্যনতুন রাস্তা খোঁজা খুব দরকার। এসব গুণ রণবীরের মধ্যে রয়েছে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *