স্পোর্টস ডেস্ক :
এ এক নতুন বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলটি তারুণ্যনির্ভর। এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। সাকিব আল হাসান খেলবেন না। আর তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই নতুন একটি দল গঠন করতে হয়েছে বিসিবিকে। নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান।
সোহানের জন্য এই সিরিজটি বড় চ্যালেঞ্জ। সিনিয়র ক্রিকেটারদের মিস করছেন। তবে এই দলে যে অভিজ্ঞ ক্রিকেটার নেই তা মানছেন না সোহান। এ ব্যাপারে তিনি বলেন, ‘আপনি বলতে পারবেন না আমরা অনভিজ্ঞ। কারণ বেশিরভাগ ক্রিকেটারই ছয় থেকে সাত বছর ধরে খেলছেন। তাই আমি মনে করি আমরা যথেষ্ট অভিজ্ঞ।’
নতুন অধিনায়ক আরও বলেন, ‘আমরা ভালো করেই জানি, আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমরা এর অপেক্ষায় আছি। এটি একটি তরুণ দল, কিন্তু আমরা এখানে শিখতে আসিনি, আমরা জিততে চাই। পরিস্থিতি ভিন্ন কিন্তু আমরা কোনো অজুহাত দাঁড় করাতে চাই না।’
এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সিরিজে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট হবে। হারারেতে হবে ম্যাচগুলো।
এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
কদিন আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। এর পর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে। সেখানে কেমন করে সেটাই এখন দেখার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply