স্পোর্টস ডেস্ক :
বার্মিংহ্যামে চলছে ২২তম কমনওয়েলথ গেমসের জমজমাট আয়োজন। প্রতিযোগিতার ভারোত্তোলন ডিসিপ্লিনের ৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের আশিকুর রহমান তাজ পঞ্চম হয়েছেন।
আজ শনিবার এই ইভেন্টের স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি মিলিয়ে মোট ২১১ কেজি তুলেছেন আশিকুর। এর আগে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের কোনো ভারোত্তোলক পঞ্চম হননি। স্বর্ণ জিততে না পারলেও দেশের হয়ে সবচেয়ে বেশি কেজি উত্তোলন করেছেন আশিকুরই।
এর আগে ২০০৬ সালে মেলবোর্নের আসরে ৫৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১৮ কেজি তুলে অষ্টম হয়েছিলেন বাংলাদেশের একরামুল হক।
এবার এই ইভেন্টে সবচেয়ে বেশি তুলেছেন মালয়েশিয়ার মোহামাদ অনিক বিন কাসদান। সব মিলিয়ে ২৪৯ কেজি তুলে প্রথম হয়েছেন তিনি।
এ ছাড়া অনিকের চেয়ে এক কেজি কম তুলে দ্বিতীয় হয়েছেন ভারতের সংকেত মহাদেব। ২৪৮ কেজি তুলে রুপা জিতেছেন। ২২৫ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার দিলাঙ্কা ইসুরু কুমারা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply