স্পোর্টস ডেস্ক :
কমনওয়েলথ গেমসের আসরে ছেলেদের টেবিল টেনিসে দলগত প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ। গায়ানাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ডাবলসে মুহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান জুটি হারিয়েছেন ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে।
এরপর সিঙ্গেলসে রিফাত সাব্বির ৩-১ ব্যবধানে হেরে যান ব্রিটেনের কাছে। কিন্তু তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে ভ্যান লাঙেকে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন।
রামহিমলিয়ানকে চতুর্থ ম্যাচে ৩-০ তে হারিয়ে খেলা জমিয়ে তুলে গায়ানা। ম্যাচ নির্ধারণী সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। শেষ পর্যন্ত সাব্বির ৩-২ ব্যাবধানে ম্যাচ জিতে বাংলাদেশকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply