বিনোদন ডেস্ক :
দক্ষিণী ভারতীয় সিনেমা নিয়ে বরাবরই একটা ইতিবাচক উত্তেজনা কাজ করে দর্শকের মাঝে। বিশেষ করে বাংলাদেশের দর্শকের একাংশ বলিউড নয়, টালিউড অর্থাৎ দক্ষিণী সিনেমাই বেশি পছন্দ করেন।
ভারতীয় সিনেমার সুপারস্টার যশ। এই তারকা ‘কেজিএফ’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কেজিএফ মানেই একের পর এক ধামাকা। এর আগেও গান ও অসাধারণ আবহসংগীতের জন্য বেশ জনপ্রিয় হয়েছিল ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’। বাংলাদেশেও তার প্রচুর ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। এবার বাংলাদেশি ভক্তের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন যশ। নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে তিনি জানান, তাকে দারুণ আপ্যায়ন করেছে কয়েকজন বাংলাদেশি।
ছবিতে দেখা যায়, স্ত্রীকে পাশে নিয়ে বসে আছেন যশ। তার পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুরুষ ও নারী। তারা বাংলাদেশ ও ইতালির মানুষ। এই ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যশ লিখেছেন, ‘তোমাদের ভালোবাসা সীমানা ছাড়িয়ে গেছে, আমি দু-হাত মেলে তা গ্রহণ করছি। বাংলাদেশ ও ইতালির এই ভক্তদের জন্য আমার অনেক ভালোবাসা, কাজের পরও সময় দেয়ার জন্য এবং আমাদের মুহূর্তটা বিশেষ করে তোলার জন্য।’
যশের এই পোস্টে আরও বহু বাংলাদেশি মন্তব্য করেছেন। কেউ তাকে এ দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন, কেউ আবার বিদেশেই তার সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করেছেন। এর আগে ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে সিনেমাটি। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করে কেজিএফ-চ্যাপটার ওয়ান। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply