1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৩২ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু। আর কয়েক ঘণ্টার মধ্যে গ্রহাণু দুটি পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। আছে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কাও। এমনটাই জানিয়েছেন মহাকাশ পর্যবেক্ষকরা। খবর নিউজউইকের।

পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু একই সময়ে একই সঙ্গে দুটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার ঘটনা খুবই বিরল। সেই বিরলতম ঘটনাই ঘটতে চলেছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে।

গ্রহাণু দুটির একটি অন্তত ৪০০ ফুট চওড়া। শুক্রবার (২৯ জুলাই) এটি এই গ্রহের খুব কাছ দিয়েই চলে যাবে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, সম্প্রতি এ রকম বড় আকারের কোনো গ্রহাণু পৃথিবীর দিকে এভাবে ধেয়ে আসেনি। প্রায় একই সময়ে পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে আর একটি গ্রহাণুও। এটা প্রায় ৬০০ ফুট চওড়া।

গ্রহাণু ধেয়ে আসার ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সবাই ভাবেন, এ গ্রহাণুগুলোর সঙ্গে কি শেষ পর্যন্ত ধাক্কা লাগবে পৃথিবীর? কেমন হবে সেই সংঘর্ষ? কতটা বিভীষিকা তৈরি হবে? তবে গ্রহাণুগুলোর বেশিরভাগ পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যায়।

গ্রহাণু দুটির নাম– ২০১৬সিজেড৩১ এবং ২০১৩সিইউ৮৩। এদের মধ্যে ২০১৬সিজেড৩১ শুক্রবার (২৯ জুলাই) পৃথিবীর কাছ দিয়ে যাবে। কিন্তু পৃথিবীর সঙ্গে এর দূরত্ব থাকবে ২৮ লাখ কিলোমিটার।

শনিবার (৩০ জুলাই) পৃথিবীর কাছাকাছি চলে আসবে ২০১৩সিইউ৮৩ নামের গ্রহাণুটিও। কিন্তু তা সত্ত্বেও এই গ্রহাণু ও পৃথিবীর মধ্যে অন্তত ৬৯ লাখ কিটোমিটার দূরত্ব বজায় থাকবে।

মহাকাশবিজ্ঞানীরা বলছেন, এই দুটি গ্রহাণুর কোনোটিরই পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার তেমন কোনো আশঙ্কা নেই! যদিও তারা বলছেন, গ্রহাণুর পারিপার্শ্বিক পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। বেড়ে যেতে পারে এদের গতি। বদলে যেতে পারে এদের অভিমুখও।

নাসা এই দুটি গ্রহাণুকে ‘সম্ভাব্য বিপজ্জনক’ (পোটেনশিয়ালি ডেঞ্জারাস) ক্যাটাগরিভুক্ত করেছে। এর মানে এগুলো যেকোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে। এমনকি পৃথিবীর সঙ্গে ধাক্কাও লাগতে পারে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech