করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

ডেস্ক রিপোর্ট : 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৫ জনের। নতুন করে একজন পুরুষ মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৯২ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৩ জন নারী।

দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ চার হাজার ৫৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে নয় হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার পাঁচ দশমিক ৮৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *