স্পোর্টস ডেস্ক :
ভারতে অনুষ্ঠিত সাফ-অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতে ২-১ হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ। ভারতের হয়ে গোল করেন গুরকিরাত সিং।
ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের পাসে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ।
ভারত ম্যাচে ফেরে ৩৫ মিনিটে। ৪৫ মিনিটে পেনাল্টির বদৌলতে এগিয়ে যায় বাংলাদেশ। নোভা আবারও গোল করে ২-১ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন।
প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম ম্যাচ এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
Leave a Reply