ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৫৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি বলছে, নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৭১ জনের। এদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৮৪ জন পুরুষ, ১০ হাজার ৫৮৭ জন নারী আছেন। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ২৭৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ছয় হাজার ১৯৮৭টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ৯৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৭ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Leave a Reply