স্পোর্টস ডেস্ক :
বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তার পরিবর্তে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান।
ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলাম প্রশংসায় ভাসালেন সোহানকে, অধিনায়কত্বের যে তেজ থাকা দরকার, তা রয়েছে সোহানের মধ্যে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দীর্ঘদিন শেখ জামালের অধিনায়কত্ব করেছেন। সেই দলেরই কোচ সোহেল। সোহানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। জানালেন, সোহান খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারেন।
সোহানের নেতৃত্বগুণের স্তুতি গেয়ে সোহেল বলেন, ‘সোহান ছোটবেলা থেকেই খুবই সাহসী। ওর মধ্যে ওই জিনিসটা (সাহস) আছে। অধিনায়কত্বের জন্য তেজ থাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আছে। দীর্ঘদিন যেহেতু অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে, আমার কাছে হয় ও এখান থেকে বের হয়ে এসে সহজাত ভাবেই করতে পারবে।’
ক্যাপ্টেন সোহানের আত্মবিশ্বাস নিয়ে সোহেল বলেন, ‘ও (সোহান) নিজে যে সিদ্ধান্ত নেয়, ওটার প্রতি আত্নবিশ্বাসী থাকে। অধিনায়ক হিসেবে এইটা একটা বড় ব্যাপার। যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আসলে খুবই শক্তভাবে নেয়। বোলিং পরিবর্তন বলেন, যে পরিবর্তনগুলো বলেন, পার্সোনালি যখন কথা বলে, ওয়ান টু ওয়ান, সে কী চায় বোলারের কাছে, ওই পরিস্থিতিতে আমাদের আসলে কী করতে হবে এই জিনিসগুলো ও ব্যাখা করে, যেটা বোলারদের জন্য বল করা অনেক সহজ হয়ে যায়।’
কঠিন পরিস্থিতিতে মনোবল হারান না সোহান। সেই গুণটি মুগ্ধ করেছে ক্রিকেট গুরু সোহেলকে, ‘অধিনায়কত্বের ক্ষেত্রে লিডিং ফ্রম দ্য ফন্ট থাকতে হবে, সর্বশেষ ইমরুল ছিল কিন্তু দীর্ঘদিন ও শেখ জামালের অধিনায়কত্ব করেছে। যতদিনই খেলুক না কেন, (ম্যাচের) কঠিন পরিস্থিতিগুলো খুবই ভালো হ্যান্ডেল করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলাটা এটা ওর মধ্যে আছে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply