আন্তর্জাতিক ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে আরও তিনজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। রোববার (২৪ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে। রোগটির প্রাদুর্ভাবের ওপর গভীরভাবে নজর রাখারও দাবি করেছে আমিরাত। খবর আরব নিউজের।
কোনো জনসমাগমে ভ্রমণের আগে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয়। সংক্রামক রোগটিতে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ওপর তদন্ত, পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।
তবে এ নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এরআগে কাতারেও মাঙ্কিপক্স ছড়ানোর খবর এসেছে। সৌদি আরব, আমিরাত ও কাতার, এই তিন উপসাগরীয় দেশে বর্তমানে সংক্রামক রোগটির প্রাদুর্ভাব রয়েছে।
এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যে কোনো স্বাস্থ্য সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরালো সতর্কতা।
শনিবার (২৩ জুলাই) মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকারগুলো মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও, এটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।
এর আগে মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ গ্রুপের সদস্যরা। কিন্তু শনিবার (২৩ জুলাই) রোগটি নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হতে পারে বলে ইঙ্গিত দেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মানুষের মাঙ্কিপক্স আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাদুর্ভাবের ফলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
ডব্লিউএইচও বলছে, মাঙ্কিপক্স ছাড়াও বর্তমানে এ ধরনের আরও দুটি স্বাস্থ্য জরুরি স্বাস্থ্য অবস্থা জারি রয়েছে। এর একটি করোনাভাইরাস মহামারি এবং অন্যটি পোলিও।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply