ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছরের এক শিশু আহত হয়েছে। কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম মাথায় টাঙ্গাইলমুখী লেনে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন—রাজু (৩২), শাহীনুর রহমান (৩০) ও শামীম মৃধা (৩০)। আহত শিশুর নাম রাইসা। সে নিহত রাজুর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আহত অপর একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত শিশু রাইসাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান জানান, মরদেহ তিনটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply