খেলাধুলা ডেস্ক :
টেস্ট এবং টি-টোয়েন্টিতে খারাপ পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের জন্য সবাই ‘ক্ষুধার্ত’ ছিল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এমনটাই জানিয়েছেন।
গতকাল বুধবার গায়ানায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে বাজেভাবে হারের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বির মতো তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ছিলেন না। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন সাকিব ও মুশফিক। ইয়াসির চোট পেয়েছেন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘দেখুন আমাদের একাদশের তিনজন খেলোয়াড় নেই। অবশ্যই এটি দলের আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলেছিল। কিন্তু দল সেটা অনুভব করেনি (তাদের অনুপস্থিতি)।’
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘সবাই জেতার জন্য ক্ষুধার্ত ছিল। যখন আমরা টেস্ট এবং টি-টোয়েন্টিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম, আমরা সবসময় ওয়ানডেতে জেতার চেষ্টা করি। এটি কেবল আমার একার চাওয়া নয়, বাকি ১৫ সদস্যের সবারই একই আকাঙ্ক্ষা। সম্ভবত এটি সবার চেষ্টার ফল।’
ওয়ানডে ফরম্যাট নিয়ে তামিম বলেন, ‘এটি একটি ফরম্যাট (ওডিআই) আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা অনেক ম্যাচ খেলেছি। বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগ (দেশের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট) সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এবং এটি একটি কারণ হতে পারে।’
প্রতিটি সাফল্যই এই বাঁহাতি ওপেনারের কাছে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে তিনি বলেন, ‘দেখুন আপনি ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেছেন কি না, র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও আমাদের খেলতে কঠোর পরিশ্রম করতে হয়। তাই প্রতিটি জয়ই বিশেষ কিছু। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যেভাবে জয় উদযাপন করি, জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সময় আমাদেরও তাই করা উচিত, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই আপনাকে সহজে জিততে দেবে না। জয়ের জন্য লড়াই করতে হবে। প্রতিটি জয়ের পর আমাদের উদযাপন করা উচিত
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply