ছেলেকে সঙ্গে নিয়ে ভক্তদের সাথে ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

বিনোদন প্রতিবেদন: 

ভারত জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। বাদ নেই তারকারাও। বছরের ঈদুল আজহার খুশিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন শাহরুখ খান। রোববার আব্রামকে সঙ্গে নিয়ে মান্নাতের ব্যালকনিতে ধরা দেন শাহরুখ, বিনিময় করলেন ঈদের শুভেচ্ছা।

প্রতিবার ঈদের দিন মান্নাতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। ব্যালকনিতে তাদের ‘চাঁদ’-এর দর্শন পাওয়ার অপেক্ষায়। মুম্বইতে শাহরুখ ফ্যানেদের নিরাশ করেন না কিং খান। আজকেও তার ব্যতিক্রম হয়নি।


এদিন ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারলেন। বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করল খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।

মান্নাতের বাইরের জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সালাম দিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের এই ছবি গুলি। ফ্যানেরা এতেই অনেক খুশি।


২ বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের ‘ঈদ দর্শন’ স্থগিত ছিল। তবে চলতি বছর খুশির ঈদে মান্নাতের ব্যালকনিতে ধরা দিয়েছিলেন শাহরুখ, কোরবানির ঈদেও হতাশ করলেন না এই তারকা।

উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব থাকবার পর শীঘ্রই শাহরুখ ফিরছেন ব্যাক টু ব্যাক রিলিজ নিয়ে। ‘পাঠান’ ছবির কাজ শেষ করেছেন তারকা, আপাতত ‘জওয়ান’-এর শ্যুটিং-এ ব্যস্ত। এছাড়াও তার হাতে রয়েছে রাজ কুমার হিরানির ‘ডানকি’।

এটিভি বাংলা/তুষার


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *