স্পোর্টস প্রতিবেদক:
গত কয়েক বছর ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর প্রিয় ফরম্যাটে লড়াইয়ে নেমেছেন তামিম-মাহমুদউল্লাহরা।
টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমান দলকে সাফল্য এনে দেন। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপকে সাজঘরে ফেরান তিনি।
পরে দলীয় ৩২ রানের মাথায় স্পিনার মেহেদী হাসান সাজ ঘরে ফেরান আরেক ওপেনার কাইল মায়ার্সকে।
এদিকে ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি এনামুল হক। টি-টোয়েন্টিতে ব্যর্থতার কারণে তাঁকে সুযোগ দেওয়া হয়নি আপাতত।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
এটিভি বাংলা/সামিম
Leave a Reply