ডেস্ক রিপোর্ট:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৯৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮১ জন। এছাড়া এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ৬২৭ জন ঢাকা বিভাগে, ৪২ জন ময়মনসিংহ বিভাগের, ১৩৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৭ জন রাজশাহী বিভাগে, ১৮ জন রংপুর বিভাগে, ৩৭ জন খুলনা বিভাগে, ৭২ জন বরিশাল বিভাগে ও ১৯ জন সিলেট বিভাগে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।
এটিভি বাংলা/রাইয়ান
Leave a Reply