স্পোর্টস প্রতিবেদন:
দুই দফায় ওভার কর্তনের পর বাংলাদেশের ইনিংসের আর এক ওভার বাকি ছিল। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার পর ম্যাচের দৈর্ঘ্য আরও কমে আসবে বলে অনুমান করা হচ্ছিল। বৃষ্টি থামার পর ডাগ আউটে দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে দেখা যায় আম্পায়ারদ্বয়কে। ক্যারিবিয়ান ক্যাপ্টেন নিকলাস পুরানকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছে আম্পায়ারদের।
এক আম্পায়ার তো তাকে বারবার ঘড়ি দেখাচ্ছিলেন। শেষমেষ পুরান রাজি হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ডমিনিকার উইন্ডসর পার্কে আজ শনিবার ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেয়ে সাকিব-এনামুলের ব্যাটে ঘুরে দাঁড়ানো। এরপর আবার ছন্দপতন। মাঝের ব্যাটাররা কেউ দায়িত্ব নিতে পারেননি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহও। শেষ দিকে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রানের সংগ্রহ করে বাংলাদেশ। আকিল হোসেনের করা ইনিংসের তৃতীয় বলেই কিপারের গ্লাভসবন্দি হয়ে ফিরেন মুনিম শাহরিয়ার (২)।
এরপর সাকিব-বিজয়ের ১৮ বলে ৩৪ রানের ঝড়ো জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ১০ বলে ৩ চারে ১৬ রান করে বিজয় আউট হতেই বিপদের শুরু। চারে নেমে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন লিটন কুমার দাস। সাকিবের ছক্কায় ৫.৩ ওভারেই পঞ্চাশ পার হয় বাংলাদেশের স্কোর। পাওয়ারপ্লেতে আসে ৫৬ রান। দারুণ শুরুর পর হঠাৎই খেই হারানো লিটন বাজে শটে উইকেট বিলিয়ে দেন ১৪ বলে ৯ রানে। এরপর হেইডেন ওয়ালশের বলে ১৫ বলে ২ চার ২ ছক্কায় ২৯ রানে ফেরেন বাংলাদেশ অল-রাউন্ডার সাকিব।
এমতাবস্থায় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর শুরু হলেও তা নেমে আসে ১৪ ওভারে। এরপর আফিফ (০), মাহমুদউল্লাহ (৮), মেহেদি হাসান (১) রানে ফিরেন। শেষদিকে নুরুল হাসান সোহানের ১৬ বলে ১ চার ২ ছক্কায় ২৫ রানে বাংলাদেশের স্কোর একশ ছাড়ায়। ১৩তম ওভার শেষে বন্ধ হয়ে যায় খেলা। এরপর বৃষ্টি থামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ক্যারিবিয়ানদের হয়ে রোমারিও শেফার্ড ৩ ওভারে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া ২ উইকেট নিয়েছেন হেইডেন ওয়ালশ। আকিল হোসেন, স্মিথ এবং ম্যাককয় নিয়েছেন ১টি করে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩ জুলাই।
এটিভি বাংলা/আমান
Leave a Reply