ডেস্ক রিপোর্ট:
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১১০৫ জন। শনাক্তের হার ১৩ শতাংশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এসব তথ্য জানা গেছে। তথ্য বলছে—শেষ ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১০৫ জন শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬০ জনের। মারা যাওয়াদের মধ্যে তিনজন পুরুষ তিনজন নারী। এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬১৩ জন আর নারীদের সংখ্যা ১০ হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন ও ময়মনসিংহ বিভাগের একজন। তার মধ্যে সরকারি হাসপাতালে তিনজন ও বেসরকারি হাসপাতালে তিনজন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ সাত হাজার ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৮ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
এটিভি বাংলা/সবুজ
Leave a Reply