বিনোদন প্রতিবেদন:
সাতাশ বছর ধরে একজনের সুপ্রভাত বলার ঘুম ভেঙেছে কলকাতার রেডিওপ্রেমীদের। সে সুপ্রভাতে ছেদ পড়েছে এবার।
রেডিও মিরচি ছেড়েছেন দুই বাংলার জনপ্রিয় তারকা মীর আফসার আলি।
আজ শুক্রবার সকালে অন্তর্জালে আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তাঁর প্রথম দিনের ছবি শেয়ার করে মীর জানিয়ে দিয়েছেন, রেডিও মিরচিতে আর তাঁর কণ্ঠ শোনা যাবে না। সে পোস্টে মীর শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘মিরচি ছেড়েছি। রেডিও নয়।’
১৯৯৪ সালের ৬ আগস্ট এ রেডিও চ্যানেলে যোগ দিয়েছিলেন মীর আফসার আলি। রেডিও পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছেন সঞ্চালক, অভিনেতা ও গায়ক হিসেবে।
এটিভি বাংলা/আমান
Leave a Reply