ডেস্ক রিপোর্ট:
রাজধানীর তেজগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই অভিযোগপত্র গ্রহণ করেন। বিচারক আগামী ১৮ জুলাই এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১১ এপ্রিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মো. মামুন নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় মামলা করেন। পরে গত বছরের ৩১ অক্টোবর রফিকুল ইসলাম মাদানীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার এন্ড সোশ্যাল ক্রাইমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহা. আবুল কালাম আজাদ।
Leave a Reply