চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন গৃহবধূ

ডেস্ক রিপোর্ট:

ট্রেনের কামরায় মা হলেন জেসমিন আকতার (২৫)। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে একতা আন্তঃনগর এক্সপ্রেস ঈশ্বরদী পার হলে ওঠে প্রসব বেদনা। এরপর সান্তাহার জংশনে পৌঁছানোর আগেই মা হন তিনি। তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন কামরার নারী যাত্রীরা ও রেল কর্মকর্তারা। গতকাল শনিবার বিকেলে ঘটে এ ঘটনা।

জানা গেছে, মা হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর পর জেসমিন আকতারকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে নবজাতকসহ মা জেসমিন আকতার সুস্থ রয়েছেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট-নানাহার গ্রামের তহিদুল ইসলাম আনসার বাহিনীতে চাকরি করেন। তিনি দুই বছরের মেয়েকে নিয়ে সস্ত্রীক ঢাকার মিরপুরে বসবাস করেন। চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়া সময় অনুসারে, তহিদুল ইসলামের সন্তানসম্ভবা স্ত্রী জেসমিনের আরও এক সপ্তাহ পর সন্তানপ্রসবের দিন ধার্য ছিল। ঢাকায় তাঁকে দেখাশোনার মতো আত্মীয়-স্বজন না থাকায় নিজ বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্বামী।

গতকাল শনিবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে একতা আন্তঃনগর এক্সপ্রেসে করে জয়পুরহাট রেলস্টেশনের উদ্দেশে রওনা হন তাঁরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চলন্ত ট্রেনেই সন্তান জন্ম দেন জেসমিন।

এটিভি বাংলা/আমান


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *