খেলাধুলা ডেস্ক:
বাহরাইন-তুর্কমেনিস্তানের কাছে আগেই হার মানে বাংলাদেশ। এবার লাল-সবুজের প্রতিনিধিরা ৪-১ গোলে ধরাশায়ী হয়েছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে। ফলে কোনো জয় ছাড়াই খালি হাতেই এশিয়ান কাপ বাছাই মিশন করল জামাল ভূঁইয়ারা।
বুকিত জলিল স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় মালয়েশিয়া। সুযোগটা কাজে লাগায় সাফায়ি রশিদ। এগিয়ে যায় স্বাগতিকরা। ১৫ মিনিট বাদেই মোহাম্মদ ইব্রাহিমের মাথা ছোঁয়া গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
পরে রক্ষণের ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের জালে একে একে বল জড়ায় ডিওন কুলস, শফিক আহমদ ও ড্যারেন লোক।
প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ২-০ গোলে হার মেনে বাছাই শুরু করেছিল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তান ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply