ডেস্ক রিপোর্ট:
প্রযোজক ইকবালকে সাথে নিয়ে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী। রোববার (১২ জুন) রাতে শিল্পী সমিতির অফিসে অভিযোগপত্র জমা দেন তিনি।
ওমর সানী বলেন, ‘আমাদের সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইকে অনেক শ্রদ্ধা করি। আলমগীর সাহেব, মাসুদ পারভেজ, ফারুক ভাই, অঞ্জনা, রোজিনা আপা এখনো বেঁচে আছেন। আমি আশা করি, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। ভালোভাবে মূল্যায়ন করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে সত্যের পথে বেঁচে থাকতে পারি। এদিকে আজ দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লেখেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’
ওমর সানীর দাবি, অনেকদিন ধরে জায়েদ খান মৌসুমীকে বিরক্ত করে আসছেন। তারই প্রেক্ষিতে গত শুক্রবার অভিনেতা ও প্রযোজক ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ওমর সানি ও জায়েদ খানের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি জায়েদকে চড় মারেন। চড় খেয়ে জায়েদ পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দেন।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply