ডেস্ক রিপোর্ট:
অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েকজনের দাবির প্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েকদিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছে। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানী সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এনটিভি জায়েদ খান বলেছেন, ‘এমন কোন ঘটনাই ঘটেনি, নির্বাচনের রায় সামনে রেখে এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি? আমি বিয়ে বিড়িতে পিস্তল নিয়ে যাইনি।’
বক্তব্যের সত্যতা জানতে জায়েদ খান এই প্রতিবেদকে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজলের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
আর এই অভিযোগ প্রসঙ্গে ওমর সানির সঙ্গে যোগযোগ করা হলে তিনি আগামীকাল সকাল ১১টার পর কথা বলবেন বলে জানিয়েছেন।
এদিকে, গতকালের অনুষ্ঠানের একাধিক ফুটেজ এটিভি বাংলার হাতে এসেছে, যেখানে জায়েদ খান ও ওমর সানি দুজনকেই বেশ স্বাভাবিক দেখা গেছে।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply