স্পোর্টস প্রতিবেদন:
কাতার ফুটবল বিশ্বকাপ অপেক্ষায় পুরো ক্রীড়াজগত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার বাকি মাত্র ১৬৯ দিন। আর এই ক্ষণগণনার জন্য ফিফা বিশ্বকাপের লোগোর মধ্যে মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রদর্শিত একটি আধুনিক ঘড়ি স্থাপন করা হয়েছে কাতারের রাজধানী দোহায়।
ক্ষণ গণনা বা কাউন্টডাউনের চমকপ্রদ এই স্থাপনা দর্শনার্থীদের জন্য উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাভলট।
কাতারের রাজধানী দোহার ব্যস্ততম পর্যটনের স্থান আল কর্নিশ। এখানে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের মনে উৎসবের আমেজ যোগাতে ফিফা লোগো সম্বলিত স্ক্রিনে ক্ষণগণনা বা কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে, যা এখন বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে রুপ নিয়েছে।
এটিভি বাংলা/সৈকত
Leave a Reply