ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্স ও স্টাফের ওপর শিক্ষানবিশ চিকিৎসকের হামলার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে হাসপাতালের নার্সরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে হাসপাতালের ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়।
নার্সদের অভিযোগ, এক নিকটাত্মীয়কে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করাতে আসেন এক শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় নাম নথিভুক্ত করতে নার্স রোগীর পরিচয় নিয়ে প্রশ্ন করলে শিক্ষানবিশ ওই চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নার্সকে মারধর করেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। এর প্রতিবাদে বিভিন্ন ওয়ার্ডের নার্সরা হাসপাতালের ফটকের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দোষী শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
এদিকে নার্সদের এই আকস্মিক বিক্ষোভে দুর্ভোগে পড়ে রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে সীতাকুণ্ডে দগ্ধদের। পরে সমস্যা সমাধানে প্রশাসন জরুরি সভায় বসে। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেয় প্রশাসন। এরপর কাজে ফিরে নার্সরা।
চমেক নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আশু চৌধুরী জানান, প্রশাসন জরুরি সভায় বসে আশ্বাস দিয়েছে। আমরা অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply